বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অমর্ত্য সেনের মৃত্যুর গুজব

অমর্ত্য সেনের মৃত্যুর গুজব

নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে গুজব ছড়াল। মঙ্গলবার বিকালে আচমকাই তারই এক ছাত্রী অর্থনীতিতে সদ্য নোবেল বিজয়ী মার্কিন অধ্যাপক ক্লডিয়া গোলডিন এক্স হ্যান্ডেলে অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানিয়ে লেখেন ‘মর্মান্তিক খবর। কয়েক মিনিট আগেই আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন প্রয়াত হয়েছেন। কোনো ভাষা নেই।’ মার্কিন অধ্যাপকের ওই টুইট ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। এরপরই নন্দনা দেব সেন টুইট করে জানিয়ে দেন সম্পূর্ণ ভুয়া খবর। বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘আপনাদের উদ্বিগ্ন হওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া খবর। বাবা একেবারে সুস্থ। ক্যামব্রিজে সবে মাত্র পরিবারের সঙ্গে দারুণ সপ্তাহ কাটালাম। গতকাল রাতে আমরা যখন বাবাকে বিদায় জানিয়েছিলাম তখন বরাবরের মতো বাবা জড়িয়ে ধরেছিলেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন ৮৯ বছর বয়সী অমর্ত্য সেন। কলকাতা প্রতিনিধি

অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্টের তরফেও জানানো হয় তিনি সুস্থ আছেন।

যদিও এরই মধ্যে জানা যায় নোবেল জয়ী ক্লডিয়া গোলডিন এর নামে যে অ্যাকাউন্ট থেকে অমর্ত্য সেনের মৃত্যুর খবর পোস্ট করা হয়, সেই টুইটার অ্যাকাউন্টটি ভুয়া। ওই অ্যাকাউন্ট তৈরি করেছেন ইতালীয় সাংবাদিক তোমাসো দেবেনেদেত্তি।

সর্বশেষ খবর