বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গাজায় ওষুধ পাঠানোর অনুরোধ হু’র

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে গত শনিবার থেকে একাধিকবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গতকাল ইসরায়েল সফরে গেছেন। এ সময় তিনি ইসরায়েলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন। মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিঙ্কেন গতকাল ও আজ ইসরায়েল এবং জর্ডান সফর করবেন, যেখানে তিনি দুই দেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

এদিকে গাজা স্ট্রিপ কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে কোনো কিছু ঢুকতে দেওয়া হচ্ছে না, গাজা স্ট্রিপ থেকে কিছু বের হতেও দেওয়া হচ্ছে না। মঙ্গলবার ডব্লিউএইচও আবেদন জানিয়েছে, গাজা স্ট্রিপে অন্তত ওষুধ পাঠানোর সুযোগ দেওয়া হয়। বস্তুত একাধিক মানবাধিকার সংগঠন আবেদন করেছে গাজা স্ট্রিপে খাবার এবং ওষুধ পাঠাতে দেওয়া হোক। কিন্তু ইসরায়েল সেই দাবি মানতে রাজি নয়। তাদের দাবি, আগে জিম্মিদের মুক্তি দিতে হবে।

সর্বশেষ খবর