শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১৩ বছর আগের বক্তব্যে বিচারের মুখে অরুন্ধতী রায়

১৩ বছর আগের বক্তব্যে বিচারের মুখে অরুন্ধতী রায়

চলতি মাসে দিল্লি পুলিশ সাংবাদিকদের গ্রেফতার ও তাদের বাড়িতে তল্লাশি চালানোর ঘটনার সমালোচনা করেন বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়। ঠিক এর পরেই এই লেখিকার বিরুদ্ধে মামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তবে তার বিরুদ্ধে ১৩ বছর আগে কাশ্মীর ইস্যুতে ‘উসকানিমূলক’ বক্তব্য প্রদানের অভিযোগে এ মামলা করা হয়েছে।

দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া অরুন্ধতী রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ মামলায় আরও আসামি করা হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনকে। ভারতীয় আইন অনুযায়ী, কিছু মামলার জন্য রাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয়। ১৩ বছর পর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সেই অনুমতি দিয়েছেন। ২০১০ সালে দায়ের করা এ মামলায় বিদ্বেষ ছড়ানো, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বক্তব্য প্রদানের অভিযোগ করা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে এ মামলায় অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদন্ড হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সর্বশেষ খবর