রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি এক ব্যক্তির পরিবারের সদস্য এ বিক্ষোভ শুরু করেন। এতে পরবর্তীতে অসংখ্য মানুষ যোগ দেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভ শুরু হয়েছে এবং এটির পরিধি বাড়ছে। বিক্ষোভকারীরা হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের নাম ও ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে সেখানে জড়ো হয়েছেন। এ ছাড়া কয়েকজন নিয়ে এসেছেন ইসরায়েলি পতাকা। বিক্ষোভকারীরা বলছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রক্ষক্ষয়ী হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। আর এ হামলায় যত ইসরায়েলি নিহত হয়েছেন তার জন্য নেতানিয়াহু দায়ী। তারা বলছেন, হামলা প্রতিহতে ব্যর্থ হওয়ার জন্য নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। ৭ অক্টোবর হামাসের প্রায় ১ হাজার ২০০ যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করেন। তারা সেখানে ঢুকেই ব্যাপক হামলা শুরু করেন। তাদের এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০০ ইসরায়েলি।

সর্বশেষ খবর