রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার জানাল তালেবান

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার জানাল তালেবান

আফগানিস্তানে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর যে খবর এসেছিল, শুক্রবার তা সংশোধন করে নিহতের সংখ্যা ১ হাজার বলে জানিয়েছে তালেবান সরকার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীক রয়টার্সকে বলেন, ‘গতকাল একাধিক কম্পনের পর অনুমানের ভিত্তিতে নিহতের ওই সংখ্যা জানানো হয়েছিল। আসলে ভূমিকম্পে ১ হাজার মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন ২ হাজার জন। ১ হাজার ৩২০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ আফগানিস্তানের হেরাত প্রদেশের প্রধান শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তরপশ্চিমে কয়েকটি ভূমিকম্প হয় শনিবার; এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির ছিল ৬ দশমিক ৩ মাত্রার। ওই ঘটনায় অন্তত ১১টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আরও চারটি জেলা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তাতে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছিলেন জনান সায়ীক। ওই ঘটনার চার দিন পর বুধবার একই জায়গায় ফের একই মাত্রার কম্পন হয়। এতে তিনজনের মৃত্যু ও ১৬৪ জন আহত হয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে জাতিসংঘের মানবিক দফতর বলছে, ভূমিকম্পে মোট ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা কমালেও ভূমিকম্পে আফগানদের মানবিক সংকট বাড়ছেই। দেশটির কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রায় ২০টি গ্রামের ভবন মাটির সঙ্গে মিশে গেছে। জিন্দা জান জেলায় ছয়টি স্কুলসহ শতভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। ইউরেশীয় ও ভারতীয় ভূতাত্ত্বিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্প হয়। চলতি বছরের মার্চে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় জুর্মে ৬ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে ও প্রতিবেশী পাকিস্তানে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

এর আগে গত বছর জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল; ২৫ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল সেটি।

সর্বশেষ খবর