সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চীন যাচ্ছেন পুতিন

চীন যাচ্ছেন পুতিন

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’-এর সম্মেলন। এ সম্মেলনে অংশ নিতে এ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ সফর আগামীকালই হতে পারে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে। ইউক্রেন থেকে শিশুদের নির্বাসিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগেই গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপর দেশের বাইরে কয়েকটি বড় বড় সম্মেলনে অংশ নেননি পুতিন। যদি তিনি সত্যি চীন সফরে যান তবে সেটা হবে মার্চের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরের কোনো দেশে তার প্রথম পা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন পুতিন। ওই সফরে দুই দেশ নিজেদের মধ্যে ‘অন্তহীন’ অংশীদারিত্ব ঘোষণা করে। চীন সফর থেকে ফেরার কয়েক দিনের মধ্যে ইউক্রেনে আক্রমণ করে বসেন পুতিন। এদিকে ইউক্রেনের পাল্টা হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন পুতিন। গত ৪ জুন ঘোষণা দিয়ে ওই পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। দীর্ঘ ছয় মাস ধরে এ হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল দেশটি। গতকাল ‘রোসিয়া ওয়ান’ টিভি চ্যানেলে উপস্থিত হয়ে পুতিন বলেন, ইউক্রেন এখন ধুঁকছে এবং নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে। এ অফেন্সিভ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর