মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

‘আয়রন বিম’ যুদ্ধের ময়দানে নামাল ইসরায়েল

‘আয়রন বিম’ যুদ্ধের ময়দানে নামাল ইসরায়েল

হামাসের রকেট এবং মর্টার হামলা ঠেকাতে এবার যুদ্ধের ময়দানে আধুনিক লেজার অস্ত্রকে কাজে লাগাচ্ছে ইসরায়েল। সে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আকাশপথে হামাসের হামলা ঠেকাতে শক্তিশালী ‘লেজার পয়েন্ট ডিফেন্স সিস্টেম’-কে সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছে। যে অস্ত্রের নাম ‘আয়রন বিম’। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এই অস্ত্রটির পরীক্ষা চালাচ্ছিল ইসরায়েল। এখনই এই অস্ত্রের প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু এই যুদ্ধের আবহে হামাসের হামলা ঠেকাতে পরীক্ষামূলক প্রয়োগ হলেও ‘আয়রন বিম’কে মাঠে মোতায়েন করা হয়েছে। হামাসের বেশ কয়েকটি রকেট এবং মর্টারকে ধ্বংস করেছে এই লেজার অস্ত্র। এই সিস্টেম অনেক দূর থেকে ড্রোন, রকেট, মিসাইল, মর্টারকে আসতে দেখে সেটি আকাশেই শেষ করে দিতে পারে। এই লেজার হাতিয়ারকে ইসরায়েল গোটা দেশে মোতায়েন করেছে।

এই লেজার অস্ত্রটি স্বল্পপাল্লার। যাতে কাছের কোনো রকেট, ড্রোন বা গোলাকে ধ্বংস করতে পারে। কিন্তু হামাসের সঙ্গে এই সংঘাতে আয়রন বিম-এর রেঞ্জ বাড়ানো হয়েছে। ফলে অনেক দূরের রকেটও নিমেষে ধ্বংস করছে। এটি একটি ‘ডায়রেক্টেড অ্যানার্জি ওয়েপন এয়ার ডিফেন্স সিস্টেম’। ২০১৪ সালে সিঙ্গাপুর এয়ার শোতে প্রথম এই শক্তিশালী অস্ত্রটি প্রকাশ্যে এনেছিল ইসরায়েল। ৭ কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে এই অস্ত্র।

সর্বশেষ খবর