মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যুদ্ধে জড়িয়ে পড়ল লেবাননও

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কর্মকর্তা নিহত

ইসরায়েল-হামাস লড়াইয়ে জড়িয়ে পড়ল লেবানন। হিজবুল্লাহ আগে হুঁশিয়ারি দিয়েছিল গাজায় স্থল হামলা শুরু করছে চুপ করে বসে থাকবে না তারা। ঘটলও তাই। লেবানন থেকে ছোড়া অয়ান্টি ট্যাঙ্ক গোলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা কর্মকর্তা। ইসরায়েল-লেবানন সীমান্তের নারিট মিলিটারি পোস্টে ওই হামলা হয়। এদিকে হিজবুল্লাহর হামলার মুখে লেবানন সীমান্তের ২৮টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর চালানো হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল। রবিবার হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানায়, ইসরায়েলি গ্রাম শাতুলা লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেটি একটি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছিল। গতকাল এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘দক্ষিণে (গাজায়) আমাদের যুদ্ধ প্রচেষ্টাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে হিজবুল্লাহ বেশ কয়েকটি গোলা হামলা চালিয়েছে, তারা ইরানের নির্দেশে এবং তাদের সমর্থন নিয়ে এসব হামলা চালাচ্ছে।’ এর আগে অ্যাডমিরাল হাগারি জানিয়েছিলেন, ইসরায়েল দুই বা ততোধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য প্রস্তুত। ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর