মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা

আবার তীব্র হতে শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন সংঘাত। রবিবার গোটা রাত ধরে ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আক্রমণ ও পাল্টা আক্রমণে এখনো দুদেশের মধ্যে অব্যাহত যুদ্ধের উত্তেজনা। ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে গতকাল রয়টার্স জানায়, রবিবার সারারাত ধরে ৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যার মধ্যে ইউক্রেনের উত্তর ও পূর্ব অঞ্চলে দুটিকে মাঝ আকাশে ধ্বংস করা হয়। এ ছাড়াও ১২টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর আগে গত মাসে বন্দরনগরী ওডেসায় ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া। ব্যবহার করা হয়েছিল ৪৪টি শাহেদ ড্রোন।

সর্বশেষ খবর