বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা মায়ের জীবন দুর্বিষহ

গাজার ইসরায়েলি বাহিনীর অমানবিক হামলায় অন্তত ৫০ হাজার গর্ভবতী মহিলার জীবন বিপন্ন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, এ মুহূর্তে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকুও তারা পাচ্ছেন না। এর মধ্যে প্রায় সাড়ে ৫ হাজার নারী আগামী মাসেই সন্তান প্রসব করবেন। তাদের জন্য এ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গাজার হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এর মধ্যেই সেখানকার হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গাজার বিভিন্ন হাসপাতালে যে পরিমাণ জ্বালানি আছে, তাতে আর মাত্র ২৪ ঘণ্টার মতো পরিষেবা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গত রবিবার থেকে গাজার ওপর হামলা শুরু করেছে ইসরায়েল। সেখানে পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার বিমান হামলায় শত শত অবকাঠামো ও বাড়ি ধ্বংস হয়ে গেছে। তার নিচে আটকা পড়েছে হাজার হাজার মানুষ। হামলার মধ্যেই সেখানে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে সাধারণ ফিলিস্তিনিরা।

সর্বশেষ খবর