শিরোনাম
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে জোর ইইউর

ধরিত্রীকে রক্ষা করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার একেবারে বন্ধ করার বিষয়ে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। ইইউর পরিবেশমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন কপ২৮-এর শীর্ষ সম্মেলনে।

পরিবেশমন্ত্রীদের বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ৩০ নভেম্বর দুবাইয়ে শুরু হতে যাওয়া জলবায়ু শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী অপ্রশমিত জীবাশ্ম জ্বালানির ব্যবহারে পর্যায়ক্রমে কমিয়ে চলতি দশকের শেষ নাগাদ একেবারে বন্ধ করার পক্ষে জোর মতামত রাখবে। ইইউর পরিবেশমন্ত্রীরা মনে করেন, ‘জলবায়ু-নিরপেক্ষ অর্থনীতিতে যেতে হলে এই দশকে অপ্রশমিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্বে পর্যায়ক্রমে বন্ধ করতে হবে।’ পরিবেশ বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহারের ফলে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস তৈরি হয় এবং তা জলবায়ু পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখে।

 

সর্বশেষ খবর