বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নতুন বিশ্বব্যবস্থার মডেল নিয়ে পুতিন-শি আলোচনা

নতুন বিশ্বব্যবস্থার মডেল নিয়ে পুতিন-শি আলোচনা

এই মুহূর্তে যুদ্ধে ভরা বিশ্বে চীন ও রাশিয়ার সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হচ্ছে। দুই বছর আগে চীন সফর শেষ করে রাশিয়ায় গিয়েই ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সেই যুদ্ধের মধ্যে গত পরশু ফের চীন সফরে গেছেন পুতিন। চীনের রাজধানী বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি বানিয়েছে চীন। সেখানে গতকাল তিনি ভাষণ দেন। ওদিকে এই ফোরামকে ব্যবহার করে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার দৃষ্টিতে নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। সিএনএন জানায়, উদ্বোধনী ভাষণে সুষ্ঠু ব্যবস্থায় বহুমাত্রিক বিশ্ব গড়ে তোলার জন্য শি জিন পিংয়ের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এবং চীন সমতাভিত্তিক এবং পারস্পরিক সুবিধাসংবলিত সহযোগিতা ভাগাভাগি করে। এর মধ্যে সভ্যতার বৈচিত্র্য আছে। প্রতিটি দেশের তার নিজস্ব উন্নয়ন মডেলের অধিকার আছে বলে মন্তব্য করেন পুতিন। বেল্ড অ্যান্ট রোড ইনিশিয়েটিভের দশম বার্ষিকী উপলক্ষে কয়েক ডজন বিশ্বনেতা এবং কয়েক শ ডেলিগেশনকে স্বাগত জানিয়েছেন শি জিন পিং। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার পদক্ষেপকে বিশ্বের জন্য একটি বিকল্প উন্নয়ন মডেল বলে উল্লেখ করেন। বলেন, আন্তর্জাতিক সহযোগিতার নতুন এক কাঠামো প্রতিষ্ঠা করেছে এই মডেল।

থাইল্যান্ড ও ভিয়েতনাম যাচ্ছেন পুতিন : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন থাইল্যান্ড ও ভিয়েতনাম সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। থাইল্যান্ড ও ভিয়েতনাম সরকারের দেওয়া বিবৃতিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে পুতিন আন্তর্জাতিকভাবে অনেকটা একঘরে হয়ে পড়েছেন বলে ভাবা হচ্ছিল। কিন্তু বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা দেখে সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। আফ্রিকার অনেক দেশে সামরিক অভ্যুত্থানের পর দেশগুলোতে পুতিনের জয়গান গাওয়া হয়। এর মধ্যে এশিয়ার দেশ থাইল্যান্ড ও ভিয়েতনাম তাকে সফরের আমন্ত্রণ জানাল।

সর্বশেষ খবর