বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধের ডাক ইরানের

ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধ আরোপ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল ওআইসি বৈঠকে এ আহ্বান জানান। পাশাপাশি যেসব মুসলিম দেশে ইসরায়েলি রাষ্ট্রদূত রয়েছে তাদের বহিষ্কারের দাবিও তোলেন তিনি। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, সৌদি আরবের জেদ্দায় ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত নিয়ে জরুরি ওই বৈঠক ডাকে ওআইসি। গাজার হাসপাতালে ইসরায়েলের একটি মিসাইল হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হওয়ার পরদিনই বৈঠকে বসেন মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওআইসি বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ চালাচ্ছে তার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে ইসলামী দেশগুলোকে আইনজীবীদের একটি দল গঠনের প্রস্তাব দেন তিনি।

সর্বশেষ খবর