শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরছেন

নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরা নিশ্চিত হতেই, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি-সংক্রান্ত মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। দুর্নীতি মামলায় তিনি জামিন পেতে পারেন বলে কোনো কোনো মহল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। হলোও তাই। অ্যাভেনফিল্ড এবং আল-আজিজিয়া মামলায় নওয়াজের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাই কোর্ট। এই সংবাদের মধ্য দিয়েই দীর্ঘদিন নির্বাসন ছেড়ে আগামীকাল দেশে ফিরছেন নওয়াজ শরিফ। আল আজিজিয়া এবং অ্যাভেনফিল্ড রেফারেন্সে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দিয়েছে আদালত। ইসলামাবাদ হাই কোর্ট এই রায় দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নওয়াজ শরিফ শনিবার দেশে ফিরলে তাকে গ্রেফতার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আদালত আরও বলেছে, এ বিষয়ে এনএবি কোনো আপত্তি করেনি।

 

সর্বশেষ খবর