শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল ও স্বর্ণ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমান মাদুরো সরকার সুষ্ঠু নির্বাচন দিতে রাজি হওয়ায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ও বিরোধীদের দমন-পীড়নের অভিযোগে তেল রপ্তানিতে ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল দক্ষিণ আমেরিকার এ দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্স বলেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার পর ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তারা সাফ জানিয়ে দিয়েছে, বিরোধী দলগুলোর সঙ্গে যদি এ সমঝোতা বা প্রতিশ্রুতি পূরণ করা না হয়, তাহলে নিষেধাজ্ঞা পুরোপুরি আবার দেওয়া হবে। এর পরই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকার ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী দলের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলার তেল ও গ্যাস সেক্টরের জন্য ছয় মাসের লাইসেন্স অনুমোদন করেছে।

সর্বশেষ খবর