শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলার দিতে চাইছেন বাইডেন

ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলার দিতে চাইছেন বাইডেন

মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে শুধু অস্ত্র নয় অর্থ দিয়েও সাহায্য করতে চায়। ওভাল অফিস থেকে বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি কংগ্রেসের কাছে একটি জরুরি তহবিলের অনুরোধ পাঠাবেন, যা আগামী বছরের জন্য ১০ হাজার কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। এদিকে আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার জানিয়েছেন, ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ চাইতে পারেন বাইডেন। মানবিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ানের জন্য অর্থের প্রস্তাবটি গতকালই উত্থাপন হওয়ার কথা।

জরুরি তহবিলের মধ্য থেকে ইউক্রেনের ৬০ বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে তুলনায় ইসরায়েলের তহবিল খুব বেশি না হলেও এটি মনে রাখতে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই প্রতি বছর ইসরায়েল সামরিক বাহিনীতে ৩.২ বিলিয়ন ডলার অর্থায়ন করে। অর্থাৎ নতুন সম্ভাব্য সংখ্যাটি মূলত একই সঙ্গে চার বছরের সমপরিমাণ  অর্থায়ন। বাইডেন তার দ্বিতীয় ওভাল    অফিস ভাষণে আমেরিকানদেরকে এ তহবিলের বিষয়ে সমর্থনের আহ্বান জানান। তবে তিনি বলেন, ৯/১১-এর  পর যুক্তরাষ্ট্র যে    ভুল করেছিল, ইসরায়েলেরও সেই একই ভুল করা উচিত নয়। আমেরিকানরা সে সময় ‘ক্রোধে অন্ধ’ হয়ে গিয়েছিল বলে উল্লেখ করেন বাইডেন। বাইডেন আরও বলেন, ‘ফিলিস্তিনিদের মর্যাদার অধিকার এবং আত্মসংকল্পের অধিকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’ ইসরায়েল এবং ইউক্রেনসহ যুক্তরাষ্ট্রের অংশীদারদের  সমর্থনে এ তহবিল দেওয়া ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য’ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘আমেরিকার নিরাপত্তার বিবেচনায়, এটি একটি স্মার্ট বিনিয়োগ যার লভ্যাংশ ভোগ করবে আগামী প্রজন্ম।’

সর্বশেষ খবর