মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সাদ্দাম হোসেনের মেয়ের সাত বছরের কারাদন্ড

সাদ্দাম হোসেনের মেয়ের সাত বছরের কারাদন্ড

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে সাত বছরের কারাদন্ড দিয়েছেন বাগদাদের আদালত। বাবার শাসনামলের প্রশংসা করায় রবিবার তাকে এ সাজা দেওয়া হয়। টাইমস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাঘাদ সাদ্দাম হোসেন ২০২১ সালে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির প্রচারণা চালিয়েছেন। সেই ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাকে। যদিও সাদ্দাম হোসেনের মেয়ে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তার অনুপস্থিতিতেই এই কারাদ  দেওয়া হয়। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়। সউদি এই চ্যানেলকে সে সময় রাঘাদ বলেন, ‘অনেকে আমাকে বলেছে- (সাদ্দাম হোসেনের শাসনামল) আমাদের জন্য সত্যিই গৌরবের, গর্বের সময় ছিল। অবশ্যই, সে সময় ইরাক স্থিতিশীল এবং অনেক সমৃদ্ধ দেশ ছিল।’ এএফপি বলছে, রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় এবং কুসে ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন।

 

 

সর্বশেষ খবর