মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কানাডিয়ানদের ভিসা দেওয়া শুরু করেছে ভারত

গত সেপ্টেম্বরে কানাডীয় নাগরিকদের ভিসা সেবা বন্ধ করে দেয় নয়াদিল্লি। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকান্ডে ভারতের জড়িত থাকার সন্দেহের অভিযোগ ওঠার পর ভারত কানাডা থেকে সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখে। গত মাসে কানাডার সংসদে ওই অভিযোগ এনেছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ‘নিরাপত্তা হুমকির’ কারণে কানাডায় ভারতীয় দূতাবাসের কার্যক্রম বিঘিœত হচ্ছে বলে সে সময় দাবি করেছিল ভারত। এখন তারা বলছে, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই কানাডীয়দের ফের ভিসা দেওয়া হবে। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন খালিস্তানি আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার।

তবে নিজ্জর হত্যাকান্ডে  ভারত সরকার জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ধরনের ‘ভিত্তিহীন অভিযোগ’ খালিস্তানি সন্ত্রাসী ও উগ্রপন্থিদের ওপর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র।

 

সর্বশেষ খবর