বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ধর্মঘটে আইসল্যান্ড প্রধানমন্ত্রী

ধর্মঘটে আইসল্যান্ড প্রধানমন্ত্রী

ক্যাটরিন জাকোবসদৌত্তির

কর্মক্ষেত্রে পুরুষের সমান বেতনের দাবিতে আন্দোলন করছে বিশ্বের অন্যতম শান্তির দেশ আইসল্যান্ডের নারীরা। সেই আন্দোলনে অংশ নিয়ে কর্মবিরতি পালন করলেন খোদ দেশটির প্রধানমন্ত্রী ক্যাটরিন জাকোবসদৌত্তির। দিনভর সরকারি কোনো কাজ করেননি তিনি। রাষ্ট্রপ্রধানের এ সিদ্ধান্তকে রীতিমতো নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লিঙ্গ বৈষম্য মেটাতেই তার এ পদক্ষেপ বলে জানা গেছে। সমান বেতনের দাবিতে গতকাল দেশটিতে কর্মবিরতি পালন করেন প্রায় ১০ হাজার নারী। এ ব্যাপারে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ‘মঙ্গলবার কোনো কাজ করছি না। আমার বিশ্বাস দেশের প্রতিটি মহিলাই এ আন্দোলনকে সমর্থন করবেন।’ তবে তার সরকার যে নারীদের মজুরি বৈষম্য মেটাতে আপ্রাণ চেষ্টা করছে, তা স্পষ্ট করেছেন ক্যাটরিন। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির দাবি, স্বাস্থ্য ও শিক্ষার মতো নারী সংখ্যাগরিষ্ঠ কর্মক্ষেত্রগুলোতে এখনো আইসল্যান্ডে বেতন বৈষম্য রয়েছে। যা মেটাতে দীর্ঘদিন ধরেই সরব সে দেশের প্রমিলারা।

 এর আগে ১৯৭৫-এ প্রথমবার আইসল্যান্ডে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়। উল্লেখ্য, এবারের আন্দোলনে মহিলাদের পাশাপাশি রয়েছেন সমপ্রেমীদের সংগঠন এলজিবিটিকিউর সদস্যরা। কর্মবিরতি চলাকালীন গৃহস্থালির কাজও করবেন না বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর