বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চাঁদের বুকে বড় বড় আগ্নেয়গিরির ক্ষত!

চাঁদের বুকে বড় বড় আগ্নেয়গিরির ক্ষত!

নাসার জুনো মহাকাশযান সম্প্রতি বৃহস্পতির চাঁদ আইওর আসাধারণ ছবি প্রকাশ করেছে, যেখানে বিস্তারিতভাবে তার লাভা-দাগযুক্ত পৃষ্ঠ দেখা যাচ্ছে। ছবিগুলো ১৫ অক্টোবর তোলা হয়েছিল। যখন জুনো আমাদের সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরি-সক্রিয় আইওর কাছ দিয়ে গিয়েছিল। আইওর পৃষ্ঠ, আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের জন্য ক্ষতিগ্রস্ত, এখন নতুন প্রকাশিত ফটোগুলোতে স্পষ্টভাবে তা চিত্রিত হয়েছে। চাঁদের ল্যান্ডস্কেপ আলো এবং অন্ধকার দাগের ঘূর্ণায়মান ঝড় ও গলিত-লাল লাভার বড় প্যাঁচসহ একটি মহাজাগতিক টাই-ডাই প্যাটার্নের মতো একটি মুগ্ধকর দৃশ্য তৈরি করে।

আইওতে আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে এর পৃষ্ঠে গলিত সিলিকেট লাভার হ্রদ তৈরি হয়েছে। এ গাঢ়, গলিত-লাল প্যাঁচগুলো জুনোর নতুন বিশদ চিত্রগুলোতে স্পষ্টভাবে দৃশ্যমান। এ চিত্রগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, এ রহস্যময় মহাকাশীয় চাঁদের সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।

সর্বশেষ খবর