বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পুতিনের স্বাস্থ্য নিয়ে ফের গুজব!

পুতিনের স্বাস্থ্য নিয়ে ফের গুজব!

হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন! এমনই গুঞ্জন দুই পশ্চিমা গণমাধ্যমে বেশ প্রচার পায়। এক রুশ টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। রবিবার নিজের বাসভবনে শোয়ার ঘরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পুতিন। তাঁকে চিকিৎসকেরা সুস্থ করে তুলেছেন। রাশিয়ান প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে প্রায়ই নানা রকম দাবি করে ওই চ্যানেলটি। যেগুলোর সত্যতার কোনো প্রমাণ মেলে না। সম্প্রতি পুতিনের ‘হৃদরোগের’ খবরে শোরগোল পড়ে গিয়েছিল। ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিল ক্রেমলিন। বলা হয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন পুতিন। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অবশ্য এই প্রথম নয়। ২০২২ সাল থেকেই বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, বছর ৭১-এর রুশ প্রেসিডেন্ট বেশ অসুস্থ। ক্যান্সার এবং পারকিনসন রোগ রয়েছে তাঁর। পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি, রাশিয়ায় দোর্দ প্রতাপ, আদর্শ, শক্তিশালী পুরুষের একটি ‘ইমেজ’ তৈরি করেছেন পুতিন। অসুস্থতা বা দুর্বলতার খবর তাই গোপন রাখেন তিনি। যদিও রাশিয়া একাধিক এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে।

সর্বশেষ খবর