বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সামরিক আদালতে বিচার আটকে দিল সুপ্রিম কোর্ট

পাকিস্তান

সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার অসাংবিধানিক ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সেনাবাহিনীর হাতে আটক দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শতাধিক সমর্থকের বিচার কার্যক্রম আটকে দিয়েছে। বিশেষজ্ঞরা সোমবারের এই রায়কে গণতন্ত্রের জয় বলে বর্ণনা করেছেন। গত মে মাসে ইমরান খানকে আটকের জেরে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। দুই দিনের ওই আন্দোলনে পিটিআই সমর্থকরা পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। সে সময় সেনাবাহিনী ইমরানের কয়েক শ সমর্থককে আটক করেছিল। পরে অনেককে ছেড়ে দেওয়া হলেও এখনো সামরিক আদালতে শতাধিক সমর্থকের বিচার চলছে। নানা মানবাধিকার সংস্থা থেকে যে বিচার প্রক্রিয়ার তীব্র সমালোচনা করা হচ্ছিল। প্রশ্ন তোলা হচ্ছিল সামরিক আদালতে বিচারের স্বচ্ছতা নিয়ে। পিটিআই থেকে সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি পিটিশন দায়ের করা হয়। যার রায় এলো সোমবার। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এখন ইমরান সমর্থকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো বেসামরিক আদালতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে বিবিসি। জিও নিউজকে পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আহসান ভুন বলেন, ‘এই রায় সম্পূর্ণ সঠিক এবং সংবিধানের মর্যাদাকে সমুন্নত করেছে।’

আইন বিশেষজ্ঞরা প্রশংসা করলেও কয়েকজন সরকারি কর্মকর্তা এ রায়ের সমালোচনা করেছেন। শাহবাজ শরিফ সরকারের সিদ্ধান্তেই ইমরান সমর্থকদের বিচার সামরিক আদালতে শুরু হয়েছিল।

সর্বশেষ খবর