বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্কের বরফ গলার আশা

চলতি সপ্তাহেই তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। গত মাসে বিশ্বমঞ্চ থেকেই নাম না করে আমেরিকাকে এক হাত নিয়ে ঠান্ডা লড়াইয়ের হুঙ্কার দিয়েছিল চীন। দুই দেশের মধ্যে উত্তেজনার পারদও এখন চরমে। এ আবহে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটনে যাওয়া যথেষ্ট তাৎপর্য বলে মনে করছেন বিশ্লেষকরা। পিটিআই জানায়, সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ থেকে ২৮ অক্টোবর সফরে আসবেন ওয়াং উই। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা হবে। আমেরিকা ও চীনের মধ্যে দায়িত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগের মাধ্যম আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হবে। এদিকে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক রিপোর্টে দাবি করেছে, আগামী মাসে সানফ্রান্সিসকোতে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চলছে তারই পরিকল্পনা। তারই অংশ হিসেবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর।

সর্বশেষ খবর