শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনকে আর অস্ত্র দেবে না স্লোভাকিয়া

ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না স্লোভাকিয়া। গতকাল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এ ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে এমপিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা ইউক্রেনের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখব। কিন্তু আমরা তাদেরকে আর কোনো অস্ত্র দেব না। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়া ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যে প্রস্তাব দিচ্ছেন তা অবাস্তব। তিনি বলেন, ‘আমি জেলেনস্কির কোনো প্রস্তাবকে সমর্থন করি না কারণ তিনি যেসব শর্ত দিচ্ছেন তা পুরোপুরি অবাস্তব।’  রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত এ ইস্যুতে একটা ঐকমত্যে পৌঁছানো। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এই যুদ্ধ বন্ধের পক্ষে। সেটা কোনো চুক্তির মধ্য দিয়ে হবে তা আমার কাছে কোনো বিষয় না। এটা রাশিয়ান ও আমেরিকানদের বিষয়।

স্লোভাক প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে অস্ত্র সরবরাহের পরিবর্তে শান্তি স্থাপনকারীর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর