শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা

ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার ডলার (প্রায় ১১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। নিউইয়র্কে বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে এই জরিমানা করা হয়। বুধবার নিউইয়র্কের আদালতে শুনানি ছিল ট্রাম্পের। বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ করে বিরূপ মন্তব্য করেন তিনি। এর জেরে আদালত তাকে এই জরিমানা করেন। খবর রয়টার্স ও এপির।

ওই দিন তিনি বিচারক এবং তার পাশে বসা ব্যক্তিকে খুব বেশি পক্ষপাতী বলে অভিযোগ করেছিলেন। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে গ্যাগ অর্ডার দিয়েছিল আদালত। এরই অর্ডারে কাউকে কোনো তথ্য দেওয়া বা বিচার সম্পর্কিত কথাবার্তা বলা থেকে বিরত থাকতে বলা হয়। কিন্তু ট্রাম্প তা লঙ্ঘন করেছেন। তার ব্যবসায় প্রতারণা বিষয়ক দেওয়ানি মামলা চলাকালে আদালতের স্টাফদের সম্পর্কে কথা বলেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি ওই গ্যাগ অর্ডার লঙ্ঘন করেছেন।  বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচার বিভাগের অবমাননা বলে মনে করেছেন। সে কারণে তাকে এই জরিমানা করেন। একই আদালতে এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।

সর্বশেষ খবর