শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কানাডীয়দের সীমিত আকারে ভিসা চালু ভারতের

প্রায় এক মাস পর অবশেষে কানাডাবাসীর জন্য ফের ভিসা পরিষেবা চালু করল ভারত। অটোয়ার ভারতীয় হাইকমিশনের তরফে বুধবার জানানো হয়েছে, গতকাল থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়ার কাজ পূর্ব পদ্ধতি অনুযায়ী শুরু হবে। তবে দুই দেশের মধ্যে শৈত্য কমলেও, টানাপোড়েন এখনো মেটেনি বলেই সূত্রের খবব। সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ভিসা দেওয়া শুরু হবে চারটি ক্ষেত্রে। ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ ও ‘কনফারেন্স ভিসা’। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাে  ভারতের হাতে থাকা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গুরুতর সন্দেহ প্রকাশ করার পর ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া ভারত বন্ধ রেখেছিল।

সর্বশেষ খবর