শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কাতারে ‘গুপ্তচর’ আট ভারতীয়র মৃত্যুদণ্ড

কাতারের একটি আদালত আট ভারতীয় সাবেক নৌ সেনার মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করেছেন। ভারত সরকার গতকাল বলেছে, এই শাস্তির ঘোষণায় আমরা অবাক এবং সিদ্ধান্তের পুরো কপির জন্য অপেক্ষা করছি। ওই আট ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পদাধিকারী। গত বছরের আগস্টে তাদের ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাদের দোহার কারাগারে আটক রাখা হয়েছে। এরপর ভারত সরকারের তরফ থেকে গতকাল বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের মুক্তি সুনিশ্চিত করতে সমস্ত আইনি বিকল্পের খোঁজ করা হচ্ছে।  ভারতীয় নৌবাহিনীতে কাজ করা ওই আট সাবেক কর্তা কাতারের বেসরকারি প্রতিষ্ঠান ‘দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস’-এ কর্মরত ছিলেন। ওই সংস্থা কাতারের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণসহ অন্যান্য কাজে যুক্ত ছিল। অভিযোগ, ওই ভারতীয়রা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

সর্বশেষ খবর