শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি

সিরিয়ার পূর্বাঞ্চলে থাকা ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের দুটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো সাম্প্রতিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

খবরে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে এ উত্তেজনা বৃদ্ধি ইসরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গতকাল ইরাক সীমান্তের কাছে অবস্থিত এক শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি। এরপরই এক বিবৃতিতে অস্টিন বলেন, ১৭ অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক সদস্যদের লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে। তার জবাবেই এ হামলা চালিয়েছি আমরা। অস্টিন আরও বলেন, মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরান সমর্থিত এসব হামলা অগ্রহণযোগ্য এবং এগুলো অবশ্যই বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইরানের ছায়া গোষ্ঠীগুলোর এ ধরনের হামলা চলমান থাকলে, আমাদের জনগণের নিরাপত্তায় আমরা আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এদিকে জানা গেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে      সংঘাত শুরুর পর থেকে মার্কিন সেনারা ইরাকে ১২ বার এবং সিরিয়ায় চারবার হামলার শিকার হয়েছেন। পেন্টাগনের মতে, সম্প্রতি কয়েক দিনে ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় কমপক্ষে ২১ জন মার্কিন সেনা আহত হয়েছে। তারা সবাই হালকা আঘাত পেয়েছেন। কিন্তু সম্ভাব্য একটি হামলা থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার সময় একজন সেনা হৃদরোগজনিত ঘটনায় মারা গেছেন।

সর্বশেষ খবর