শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গাজায় মাটির তলায় কয়েক হাজার লাশ, শঙ্কা হুর

গাজায় মাটির তলায় কয়েক হাজার লাশ, শঙ্কা হুর

প্রতিনিয়ত নির্যাতিত হতে হতে অবশেষে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই এক রাতের হামলার পর ১০ দিন ধরে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৭ হাজার ফিলিস্তিনিকে        হত্যা করেছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানাল, তাদের কাছে খবর রয়েছে গাজায় মাটির তলায় চাপা পড়ে রয়েছে কয়েক হাজার দেহ!

ঠিক কতজন মানুষ প্রাণ হারিয়েছেন গাজায়? এ বিষয়ে এখনো সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না বলে দাবি ‘হু’র। সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে যে তথ্য রয়েছে তা থেকে মনে করা হচ্ছে- এখনো কয়েক হাজার দেহ রয়ে গেছে মাটির তলায়। সেই হিসাব বাদ দিয়ে মৃতের সংখ্যার সঠিক হিসাব পাওয়া যে কঠিন তা জানিয়েছেন তিনি। এদিকে হামাসের টানেলগুলোকে নিশানা করে নতুন রণকৌশল নিচ্ছে ইসরায়েল। গাজা সীমানায় ৮০ মিটার গভীরে প্রায় ১০০ কিলোমিটার লম্বা টানেল রয়েছে। সেই টানেল ব্যবহার করে তারা যেন ইসরায়েলে হামলা চালাতে না পারে, সেই জন্য নতুন কায়দায় আক্রমণের পরিকল্পনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ভূমধ্যসাগর থেকে বিপুল পরিমাণ পানি ঢুকিয়ে সুড়ঙ্গে আত্মগোপনকারী হামাস বাহিনীকে বাইরে আনার একটি নকশা তৈরি হয়েছে ইতোমধ্যেই। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ গাজা উপকূলের একাংশ ইসরায়েল নৌসেনার দখলে রয়েছে।

সর্বশেষ খবর