শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সমুদ্রের নিচে পরমাণু পরীক্ষা চালাল চীন

চীন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। তবে এটা মহাশূন্যে নয়, সমুদ্রের নিচে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন তৃতীয় দেশ যে সমুদ্র তলে এ পরীক্ষা চালাল। পেন্টাগনের নতুন তথ্য অনুযায়ী চীন এখন বিশ্বের তৃতীয় দেশ যে সাফল্য হবে সমুদ্র তলে নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা করেছে। পেন্টাগন নিশ্চিত করেছে, চীনা মিলিটারিতে দেখতে পাওয়া এ সাবমেরিন আসলেই হচ্ছে টাইপ ০৯৩ বি গাইডেড মিসাইল সাবমেরিন।

সর্বশেষ খবর