রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে ২২ জনকে হত্যা

তিন দিন পর ঘাতকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২২ জনকে হত্যা করেছিলেন রবার্ট কার্ড নামের এক বন্দুকধারী। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে ধরতে পারেনি। অবশেষে এই ঘাতক ২৭ অক্টোবর রাতে লাশ হয়ে যেন নিজেই পুলিশে ধরা দিয়েছেন। সূত্র : সিএনএন।

পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে মেইনের লিসবন ফলসের পাশে রিসাইক্লিং সেন্টারের অদূরে একটি জঙ্গলে রবার্ট কাডেলের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। সূত্র জানায়, মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদন কেন্দ্রে বন্দুক হাতে ঢুকে গত বুধবার রাতে এলোপাতাড়ি গুলি চালান রবার্ট কার্ড (৪০)। তাতে অন্তত ২২ জন প্রাণ হারান ও অনেকে আহত হন। ওই ঘটনার পরপরই হামলাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু তার খোঁজ পায়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের রাতে যে জামাকাপড় পরা ছবি প্রকাশিত হয়েছিল কার্ডের, সেই একই পোশাকে পাওয়া গেছে তার লাশ। পাশেই ছিল তার গাড়ি ও একটি বন্দুক। মেইনের গভর্নর জ্যানেট মিলস বলেন, এটা জেনে স্বস্তি পাচ্ছি যে, রবার্ট আমাদের জন্য পুনরায় হুমকি হয়ে আসবেন না। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্ত শেষ করে ভুক্তভোগীদের পরিবারকে সব তথ্য জানানো হবে।

খবরে বলা হয়, রবার্টের লাশ যে রিসাইক্লিং সেন্টারের পাশের জঙ্গল থেকে পাওয়া গেছে, সেখানেই চাকরি করতেন তিনি। কিছুদিন আগেই চাকরি হারান রবার্ট। আর এ নিয়েই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পুলিশ বলছে, মানসিক রোগের চিকিৎসার জন্য দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন রবার্ট। শ্রবণজনিত সমস্যাও ছিল তার, ব্যবহার করতেন কানে শোনার যন্ত্র। রবার্ট কার্ডের বোন জানান, মাথার ভিতরে নাকি অস্বস্তিকর কণ্ঠস্বর শুনতেন তার ভাই। রবার্ট কার্ড মার্কিন মেরিন কর্মকর্তা ছিলেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে তিনি এর আগে একবার গ্রেফতারও হয়েছিলেন।

 

সর্বশেষ খবর