সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল

তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল। শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের তীব্র সমালোচনা করার পর এ ঘোষণা দিয়েছে তেল আবিব। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি কূটনীতিকরা তুরস্কে নেই। তারা ইতোমধ্যেই আমাদের দেশ থেকে চলে গেছেন। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত ইরিট লিলিয়ানসহ ইসরায়েলি কূটনীতিকরা নিরাপত্তার জন্য তুর্কি ছেড়েছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক্সে (সাবেক টুইটার) বলেন, আমি ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের পুনর্মূল্যায়ন করার জন্য কূটনৈতিক কর্মকর্তাদের পাঠিয়ে দেওয়ার কথা বলেছি। শনিবার ইস্তাম্বুলে ১৫ লাখ মানুষের সমাবেশে এরদোগান বলেছেন, গাজায় গণহত্যার পেছনে প্রধান অপরাধী হলো পশ্চিমারা। গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ। গাজায় ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’র মতো আচরণ করছে।

সর্বশেষ খবর