সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যোগাযোগ বিচ্ছিন্ন গাজার পাশে মাস্ক, পাল্টা হুমকি ইসরায়েলের

যোগাযোগ বিচ্ছিন্ন গাজার পাশে মাস্ক, পাল্টা হুমকি ইসরায়েলের

ইসরায়েলি নানা পদক্ষেপের কারণে নেটওয়ার্ক ব্ল্যাকআউট চলছে গাজায়। এমন অবস্থায় ফিলিস্তিনের এ অঞ্চলটিতে যেন মানবিক কার্যক্রম ব্যাহত না হয় সে জন্য নিজের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর এতে ভীষণ চটেছে ইসরায়েল। দেশটি হুমকি দিয়েছে, ইলন মাস্কের এ পরিকল্পনা ভ-ুল করে দিতে যা যা করা প্রয়োজন তাই করবে। তবে এ তর্কের মধ্যেই গতকাল গাজায় ফিরেছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ। প্রায় দেড় দিন অন্ধকারে ডুবে থাকার পর এ সংযোগ আসে। এ ছাড়া রিয়াল-টাইম নেটওয়ার্ক ডেটাও গাজা ভূখন্ডে  ইন্টারনেট সংযোগ ফিরছে বলে জানিয়েছে। ইন্টারনেট মনিটরিং গ্রুপ ‘নেটব্লকস’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে গাজায় ইন্টারনেট ফেরার খবর দিয়েছে। গাজায় অবস্থান করা কয়েকজন সাংবাদিকও এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। পরে এক্সে এক পোস্টে ফিলিস্তিন টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে বলা হয়, সেখানে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ফিরছে।

সর্বশেষ খবর