মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

দেড় বছর পেরিয়েও যুদ্ধ থামার কোনো নিশানা নেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। এর মধ্যে গতকাল ফের উত্তপ্ত হয়েছে কৃষ্ণসাগর ও ক্রিমিয়া সংলগ্ন অঞ্চল। ঝাঁকে ঝাঁকে হানা দেওয়া ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়া দাবি করেছে। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার ভোরে কৃষ্ণসাগর ও ক্রিমিয়ার উত্তরাংশে হানা দেয় ইউক্রেনের ৩৬টি ড্রোন। যেগুলো গুলি করে নামায় রাশিয়ার বিমান বাহিনী। এ নিয়ে কৃষ্ণসাগরের সীমান্তবর্তী দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার সকালে সেখানকার তেল শোধনাগারে আগুন লেগে যায়। মনে করা হচ্ছে, ইউক্রেনীয় ড্রোনগুলোকে গুলি করে নামানোর সময় সেখান থেকেই ওই অগ্নিকা  ঘটে। উল্লেখ্য, গত জুলাই মাসে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ধ্বংস হয়ে যায় ৬০ হাজার টন খাদ্যশস্য। তার পর থেকেই বদলা নিতে হামলা চালাচ্ছে ইউক্রেনেও। সেপ্টেম্বর মাসে সেবাস্তাপোলের ক্রিমিয়া বন্দরে রুশ নৌসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনের বাহিনী। যার জেরে ভয়াবহ অগ্নিকা  বেঁধে যায় সেখানে। মৃত্যু হয় এক রুশ সেনা কর্মকর্তার।

 

 

 

সর্বশেষ খবর