মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রবীন্দ্রনাথের নাম না থাকা ফলক সরাবেন মমতা

রবীন্দ্রনাথের নাম না থাকা ফলক সরাবেন মমতা

বিশ্বভারতী বিতর্কে ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের পর এ দিন আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। তাঁর মন্তব্য, প্রতিষ্ঠানের পরিচয় থেকে যে ফলক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দিতে চেষ্টা করছে, দয়া করে সেই ফলক সরিয়ে দিন। দয়া করে সম্মান ও মানবিকতা দেখান।

অভিযোগ উঠেছে, শান্তি নিকেতনকে ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে, উপাচার্য তাঁর কৃতিত্ব নিজেই নিতে চাইছেন। সেই অভিযোগের অংশ হিসেবে বলা হয়েছে, শান্তি নিকেতনে শ্বেতপাথরের ফলক স্থাপন করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর। তাতে বিশ্বভারতীর আচার্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে আর রয়েছে উপাচার্যের নামও। কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। আর তাই নিয়েই নানা মহল থেকে শুরু হয়েছে প্রতিবাদ। মমতা এদিন বলেন, ‘ইউনেসকো শান্তি নিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে, কিন্তু স্থানীয় একজন স্মৃতি ফলকে দেওয়া নিজের নামের উদযাপন করেই চলেছেন। প্রতিষ্ঠানের পরিচয় থেকে যে ফলক রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দিতে চেষ্টা করছে, দয়া করে সেই ফলক সরিয়ে দিন।

 

সর্বশেষ খবর