বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পশ্চিমা বিশ্ব বিশ্বাসঘাতকতা করেছে

জেলেনস্কি বললেন

পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক সময়ে তারা জেলেনস্কিকে যথেষ্ট সমর্থন ও মনোযোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। জেলেনস্কির কয়েক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলে এ খবর দিয়েছে টাইম ম্যাগাজিন। ওই রিপোর্টে আরও বলা হয়, জেলেনস্কির মিত্ররা মনে করেন- তিনি ‘অবাস্তব চিন্তায়’ মশগুল এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেতা আসলে অসম্ভব। গত মাসের ওয়াশিংটন সফরের সময় টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন জেলেনস্কি ও তার উপদেষ্টারা। গত বছরের ডিসেম্বর মাসে তাকে যে বীরের মতো স্বাগত জানানো হয়েছিল, এবার তেমনটি দেখা যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে সমর্থন দিয়ে যেতে এখনো বেশ আগ্রহী। কিন্তু কংগ্রেসের কারণে তার এ চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনের বিষয়ে নতুন বিল পাস করে ঐক্যমতে পৌঁছাতে পারছে না কংগ্রেস। এ অবস্থায় জেলেনস্কির এক সফরসঙ্গীর বরাত দিয়ে টাইম লিখেছে, জেলেনস্কি মনে করেন তার পশ্চিমা মিত্ররা বিশ্বাসঘাতকতা করেছেন। তারা ইউক্রেনকে এমনভাবে সহায়তা করছে যাতে যুদ্ধ টিকে থাকে কিন্তু ইউক্রেন জয়ী হতে না পারে।

সর্বশেষ খবর