বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হিরোশিমার চেয়ে ২৪ গুণ শক্তিশালী পরমাণু বোমা

পরমাণু অস্ত্রের পরিণতি কী হতে পারে, তার প্রমাণ এখনো জ্বলন্ত রয়েছে জাপানজুড়ে। সেই আতঙ্কই আবার উসকে যুক্তরাষ্ট্র। হিরোশিমায় ১৯৪৫ সালে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়ে ২৪ গুণ শক্তিশালী নতুন পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। ২০৩০ সালের মধ্যে চীন তার পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দ্বিগুণ করে ১০০০ করার ঘোষণা দেওয়ার পরই এমন পরিকল্পনার কথা জানায় পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক বোমা হবে বি৬১-১৩। সর্বশেষ বি৬১ সিরিজের গ্রাভিটি বোমাকে শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ক্ষমতা হবে ৩৬০ কিলোটন। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে যে বোমাটি ফেলা হয়েছিল তা ছিল ১৫ কিলোটনের।

সর্বশেষ খবর