শিরোনাম
বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সানফ্রান্সিসকোয় বসছেন বাইডেন ও জিন পিং

সানফ্রান্সিসকোয় বসছেন বাইডেন ও জিন পিং

দুই দেশের মধ্যে নানা বিষয়ে বিরোধ ও দ্বন্দ্ব চরমে। এ অবস্থায় দেশ দুটির প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদমাধ্যম সচিব ক্যারিন জিন-পিয়েরে এমনটাই জানিয়েছেন। কবে হবে ওই বৈঠক? বলা হয়েছে, নভেম্বরেই সানফ্রান্সিসকোতে বৈঠকে বসতে চলেছেন বাইডেন ও জিন পিং।

এক সংবাদ সম্মেলনে ক্যারিন বলেন, বাইডেন এ বৈঠকের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন। গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছেন তিনি। তবে চীনের তরফে এখনো এ বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। হামাস-ইসরায়েল সংঘর্ষের প্রায় এক মাস হতে চলল। এ পরিস্থিতিতে বাইডেন-জিন পিং বৈঠকের দিকে যে আন্তর্জাতিক কূটনৈতিক মহল তাকিয়ে থাকবে তা বলাই যায়। সেই সঙ্গে দেখার পালা দুই দেশের সম্পর্কে যে বরফ জমেছে তা গলবে কি না। গত জুনে ওয়াশিংটনের আকাশে দেখা গিয়েছিল চীনের ‘গুপ্তচর’ বেলুন। তা নিয়ে সম্পর্ক তলানিতে গড়িয়েছে। এ ছাড়া দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের মতো একাধিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত তুঙ্গে। এ অবস্থার মধ্যে বসবে দুই রাষ্ট্রনেতার বৈঠক।

সর্বশেষ খবর