শিরোনাম
বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বছরের সেরা শব্দ ‘এআই’ আর যা আছে...

কলিনস ডিকশনারির প্রতি বছর নতুন শব্দ ডিকশনারিবদ্ধ করে। সেই বিচারে ২০২৩ সালের সেরা শব্দ নির্বাচিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ ‘এআই’। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ডিকশনারি প্রকাশনা সংস্থাটি।

কলিনস ডিকশনারি জানিয়েছে, তাদের শব্দনির্মাতারা কলিনস করপাস বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন। এটি এমন একটি ডেটাবেস, যাতে ২ হাজার কোটির বেশি শব্দ এবং বিশ্বজুড়ে প্রকাশিত বিভিন্ন ওয়েবসাইট, সংবাদপত্র, ম্যাগাজিন ও বইয়ের লিখিত উপাদান রয়েছে। রেডিও, টেলিভিশন এবং মানুষের দৈনন্দিন কথপোকথনে ব্যবহৃত শব্দগুলোও সংগ্রহ করেছে সংস্থাটি। এ বছর এআইর পাশাপাশি আরও কিছু নতুন শব্দ ব্যাপকভাবে আলোচনায় ছিল। তার মধ্যে একটি হলো ‘নেপো বেবি’। বাবা-মায়ের পথ ধরে যেসব তারকা একই ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন, তাদের সন্তানদের বোঝাতে ‘নেপো বেবি’ শব্দটি আজকাল বহুল ব্যবহৃত হচ্ছে। আলোচনায় ছিল ‘গ্রিডফ্লেশন’ও। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি সংকটের মধ্যে কোম্পানিগুলোর অধিক মুনাফা অর্জন বোঝাতে এটি ব্যবহৃত হচ্ছে। কলিনস ডিকশনারির শব্দভান্ডারে যোগ হওয়া আলোচিত আরেকটি শব্দ হলো উলেজ (আল্ট্রা-লো এমিশন জোন)। লন্ডনে যে এলাকায় অধিক দূষণকারী গাড়িগুলোকে জরিমানা করা হয়, সেটি বোঝাতেই উলেজ শব্দটি ব্যবহার করছে বর্তমান প্রজন্ম। সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহৃত নতুন শব্দের মধ্যে রয়েছে ‘ডিইনফ্লুয়েন্সিং’ বা ‘ডি-ইনফ্লুয়েন্সিং’। এর অর্থ- সুনির্দিষ্ট কোনো পণ্য থেকে দূরে থাকার জন্য অনুসারীদের সতর্ক করা। এ বছরের গ্রীষ্মে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ চলাকালে আলোচনায় উঠে এসেছিল ‘বাজবল’ শব্দটি। এটি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের কৌশলের দিকে ইঙ্গিত করে। অনেকের কাছে তিনি ‘বাজ’ নামে পরিচিত। খেলার মাঠে মাথা ঠান্ডা রাখা, আক্রমণাত্মক কৌশল এবং ইতিবাচক মনোভাবের প্রচারক তিনি। এ পরিকল্পনাকেই ‘বাজবল’ নাম দেওয়া হয়েছে। এর আগে, ২০২২ সালে সেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘পারমাক্রাইসিস’। এর অর্থ- অস্থিতিশীল ও নিরাপত্তাহীন পরিস্থিতি দীর্ঘায়িত হওয়া।

সর্বশেষ খবর