শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুদ্ধ নিয়ে যা বললেন ইউক্রেনের সেনাপ্রধান

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থানকে অনেকটা হতাশাই প্রকাশ করলেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালোরি জালুঝনি। তার মতে এ যুদ্ধ দীর্ঘ ও অচলযুদ্ধ। এ যুদ্ধ বরং রাশিয়াকে আরও শানিত করছে। এর মাধ্যমে রাশিয়া তার সামরিক শক্তি নতুন করে ফিরে পাবে। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ইউক্রেনের এ সেনাপ্রধান অবস্থান সম্পর্কে বলেন, ‘যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার সঙ্গে প্রযুক্তির উন্নয়নও করা দরকার। কারণ এখনকার যুদ্ধ অনেকটাই প্রযুক্তি নির্ভর।’ যুদ্ধ দীর্ঘায়িত হলে এ থেকে কী কী ঝুঁকি তৈরি হবে তা জানিয়েছেন ভ্যালোরি জালুঝনি। তিনি বলেন, ‘এ যুদ্ধে উপকৃত হবে রাশিয়া, এতে তারা সামরিক শক্তির দিক দিয়েও শক্তিশালী হবে।’ আর নিজেদের সশস্ত্র বাহিনী নিয়েও আতঙ্ক প্রকাশ করেছেন এই কমান্ডার ইন চিফ। তিনি আরও বলেন, ‘প্রথম বিশ্ব যুদ্ধের মতো আমাদের প্রযুক্তি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’

সর্বশেষ খবর