শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভয়ংকর বায়ুদূষণের কবলে দিল্লি

দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে সেখানের বায়ুদূষণ। এই পরিস্থিতিতে দুই দিন রাজ্যের প্রাথমিক স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। বায়ুদূষণ থেকে খুদে শিক্ষার্থীদের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি দিল্লি ও এনসিআরে অপ্রয়োজনীয় নির্মাণও নিষিদ্ধ করেছে কেজরিওয়াল সরকার। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দুই দিন বন্ধ থাকবে সব প্রাথমিক স্কুল। বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, এই দুই দিন অনলাইন ক্লাস নিতে পারে স্কুলগুলো। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, এখন রাজধানীর পরিস্থিতি মারাত্মক বিপজ্জনক। পুরো দিল্লি ও রাষ্ট্রীয় রাজধানী এলাকায় (যার মধ্যে নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদের মতো জায়গাও পড়ে) পরিস্থিতিটা একই রকম।

 

 

সর্বশেষ খবর