শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

একের পর এক দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছেদ করছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল বাহিনীর নির্বিচার বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে একের পর এক দেশ সম্পর্ক স্থগিত করছে। এর সর্বশেষ দেশ বাহরাইন। একই সঙ্গে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে দেশটি। এর আগে গাজায় নির্মম হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে লাতিন আমেরিকার দুই দেশ কলম্বিয়া ও চিলি। গত মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়া। এদিকে জর্ডানও ইসরায়েল থেকে ‘অবিলম্বে’ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর