সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাসে গড়াল গাজায় ইসরায়েলি আগ্রাসন

মাসে গড়াল গাজায় ইসরায়েলি আগ্রাসন

গাজা থেকে এখন জীবন নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোই বড় বিষয়। গতকাল গাজার সালাহ-আল-দ্বীন সড়ক দিয়ে আশ্রয় শিবিরে যাওয়ার পথে শিশুদের পানি পান করাচ্ছেন একদল স্বেচ্ছাসেবক –এএফপি

গাজা-ইসরায়েল সংঘাতের এক মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে অবশেষে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর প্রতিশোধ নিতে পরের দিন থেকে ভয়ংকর বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় মৃত্যুর মিছিল বাড়ছেই। যারা অঞ্চলটিতে বেঁচে আছে তারা এক মাস ধরেই মানবেতর জীবনযাপন করছে। হাসপাতাল থেকে শুরু করে শরণার্থী শিবির সব জায়গায় পালাক্রমে চলছে হামলা। এক মাসেই বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। বাদ যায়নি পশ্চিম তীরও। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এই এক মাস ধরে হামাসকে নির্মূল করার জন্য গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। পৃথিবীর ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি হলো গাজা। সেখানে প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা। কখনো অ্যাম্বুলেন্সে, কখনো হাসপাতালে আবার কখনোবা শরণার্থী শিবির তাদের লক্ষ্যবস্তু হচ্ছে। সবচেয়ে বেশি নিহত হয়েছেন নারী ও শিশুরা। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রায় সাড়ে ৯ হাজার নিহত হয়েছেন, যাদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু এবং বেশির ভাগ বেসামরিক নাগরিক। সবচেয়ে বেশি প্রচলিত ফিলিস্তিনি দৈনিক আল কুদস বলেছে, গাজা এখন হাজার হাজার মানুষের কবরস্থানে পরিণত হয়েছে। ইসরায়েলি দৈনিক পত্রিকা হারেৎজ চলতি সপ্তাহে লিখেছে, ‘এটি নতুন বাস্তবতা তা আমাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছে না’। এদিকে এ সহিংসতা এখন ফিলিস্তিন, ইসরায়েল থেকে ইরান ও লেবাননে ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ইরান হলো হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠীর পৃষ্ঠপোষক। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, গাজা ইস্যুতে ইরানকে নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তবে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের উত্তর সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার এক মাসের নীরবতা ভঙ্গ করে, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমান্তে সংঘাত বৃদ্ধির জন্য সব বিকল্প উন্মুক্ত রয়েছে। একই সঙ্গে তিনি চলমানসংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, তিনি মনে করেন না হিজবুল্লাহ যুদ্ধে জড়াবে।

সর্বশেষ খবর