সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইসরায়েলি মন্ত্রীর মুখে পরমাণু হামলার হুমকি

ইসরায়েলি মন্ত্রীর মুখে পরমাণু হামলার হুমকি

এবার গাজায় পরমাণু বোমা ফেলবে ইসরায়েল? সেরকমই ইঙ্গিত দিলেন ইসরায়েলের ঐতিহ্য বিষয়কমন্ত্রী আমিচাই এলিয়াহু। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দিয়েছেন। তবে এ মন্তব্যের পর পরমাণু যুদ্ধের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের হেরিটেজমন্ত্রী আমি চাই ইলিয়াহু বলেছেন, হামাস জঙ্গি গোষ্ঠীর যুদ্ধের জন্য সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে একটি হলো গাজা উপত্যকায় একটি পারমাণবিক বোমা ফেলার। ইসরায়েলের ওটজমা ইহুদি দলের সদস্য ইলিয়াহু একটি রেডিও সাক্ষাৎকারে এ বিবৃতি দিয়েছেন। যদিও তার এ মন্তব্যের পর ইসরায়েলের বিরোধী দলের নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডও ইলিয়াহুর সমালোচনা করেছেন। বলেছেন, মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীনতার জন্য তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। ইসরায়েলের একটি সংবাদপত্র আগেই জানিয়েছে, গাজার বাসিন্দাদের আগেই নাৎসি বলে মন্তব্য করেছিলেন ইলিয়াহু। গাজা স্ট্রিপে মানবিক সাহায্য পাঠানোর বিষয়েও তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন। বলেছিলেন গাজা উপত্যকায় কোনো সাধারণ মানুষ নেই, সবাই জঙ্গি। তিনি সাধারণ মানুষকেও হামাসের সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করেছিলেন।

সর্বশেষ খবর