মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পারমাণবিক অস্ত্রে শান পুতিনের!

পারমাণবিক অস্ত্রে শান পুতিনের!

পারমাণবিক সাবমেরিন থেকে আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রবিবার এই খবর জানিয়েছে রুশ সেনাবাহিনী। অর্থাৎ, এবার সাবমেরিন থেকে পারমাণবিক হামলা চালাতে পারবে মস্কো!

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি পরীক্ষার চূড়ান্ত পর্যায়, এরপর এটিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। গত সপ্তাহেই রাশিয়ার বৈশ্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তি প্রত্যাহার করে। এই পরীক্ষার পর প্রেসিডেন্ট পুতিনব মন্তব্য করেছেন, ‘নিরাপত্তা সংক্রান্ত হুমকি মোকাবিলা করার জন্যই এই পরীক্ষা করা হয়েছে।’ রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার উত্তর উপকূলের কাছে শ্বেতসাগরে অবস্থিত পারমাণবিক সাবমেরিন ‘ইম্পারেটর আলেকজান্ডার-৩’ থেকে বুলাভা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সুদূর পূর্ব অঞ্চলের কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর