মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
গাজায় গণহত্যার প্রতিবাদ

নিউইয়র্ক টাইমস রাইটারের পদত্যাগ

গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর চেষ্টা করছে ইসরায়েল- এমন অভিযোগে একটি খোলা চিঠিতে স্বাক্ষরের পর পদত্যাগ করেছেন মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের এক রাইটার। জ্যাজমিন হিউ নামের সেই রাইটারের পদত্যাগের বিষয়ে নিউইয়র্ক টাইমস শুক্রবার জানায়, গাজায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর গণহত্যা চালানোর চেষ্টা করছে ইসরায়েল- এমন অভিযোগ সংক্রান্ত একটি খোলা চিঠিতে স্বাক্ষর করার মাধ্যমে জ্যাজমিন এই গণমাধ্যমের সম্পাদকীয় নীতিবিরোধী কাজ করেছেন। সাংবাদিক এবং ফিলিস্তিনের হাজারো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে গত সপ্তাহে লেখকদের সংগঠন রাইটার্স এগেইনস্ট ওয়ার অন গাজা একটি বিবৃতি প্রকাশ করে। এ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে জ্যাজমিনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৫ সালে নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনে রাইটার হিসেবে যোগ দেন জ্যাজমিন। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি।

সর্বশেষ খবর