মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চার দিনে তিন বার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল

ফের গতকাল ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ৭। নতুন করে ক্ষয়ক্ষতির পরিমাপ এখনো জানা যায়নি। এর আগে শুক্রবার রাতে নেপালে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছিল কম্পনের মাত্রা ৫ দশমিক ৭। ওই ঘটনায় এখনো পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এর জের না কাটতেই রবিবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৮ মিনিটে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে নেপালে। এর মধ্যে গতকাল বিকালে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল হিমালয়ের দেশটি। ঘন ঘন ভূমিকম্পের কারণে দেশটির মানুষ প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছে।

 

সর্বশেষ খবর