বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

ভারতে একসঙ্গে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রী। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ দুই মন্ত্রী হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন। ১০ নভেম্বর ব্লিঙ্কেন বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং লয়েড অস্টিন বৈঠক করবেন রাজনাথ সিংয়ের সঙ্গে। তবে কী কারণে এ গুরুত্বপূর্ণ ভারত সফর, আলোচনার   বিষয়বস্তু কী তা এখনো খোলসা করে জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুই দেশের প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর আসন্ন সফর নিয়ে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিং করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী সচিব ডোনাল্ড লু। তিনি জানিয়েছেন, মন্ত্রীদের      এশিয়া সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত-প্রশান্ত মহাসাগরকে মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত রাখতে ভারতের সঙ্গে আলোচনা  করবেন মন্ত্রীরা। ইসরায়েল-হামাস এবং ইউক্রেন-রাশিয়া সংঘাত  নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্যে।

সর্বশেষ খবর