বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানকে হুঁশিয়ারি আফগানিস্তানের

পাকিস্তানে থাকা আফগানিস্তানের শরণার্থীদের জোর করে আফগানিস্তানে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে কাবুল। শুধু তাই নয়, দেশটি বলেছে, পাকিস্তানের এ জবরদস্তির ফল মারাত্মক হবে।

খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তানে আফগান শরণার্থীদের ৩১ অক্টোবররে মধ্যে দেশে ফিরে যাওয়ার জন্য পাকিস্তান সরকার চূড়ান্ত সময়সীমা দিয়েছিল। এ সময়ের মধ্যে পাকিস্তান ছেড়ে না গেলে সম্পত্তি বাজেয়াপ্ত এবং গ্রেফতারের হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সময়সীমা পার হতেই আফগান শরণার্থীদের দেশে পাঠানোর জন্য শুরু হয়েছে কাজ। এ পদক্ষেপ নিয়ে কাবুল সরকার উদ্বেগ প্রকাশ করেছে। জোর করে সীমান্ত পার না করে, আরও একটু সময় দেওয়ার জন্য ইসলাবাদের কাছে আবেদন জানিয়েছেন তালিবান সরকারের উপ-প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ ইয়াকুব মুজাহিদ। সেই সঙ্গে সতর্ক করে তিনি বলেন, কোনো আইনের দ্বারা পাকিস্তান সরকার শরণার্থীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে না।

সর্বশেষ খবর