শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কাজাখস্তান সফরে পুতিন

তাসখন্দে অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে এরদোগান ও রাইসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গতকাল কাজাখস্তান সফর করছেন। এদিকে তুর্কি নেতা রিসেপ তাইয়েপ এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে নতুন করে কূটনৈতিক আগ্রহের মধ্যে উজবেকিস্তানে এক সম্মেলনে মিলিত হবেন। মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে মস্কোর প্রভাব বলয়ে তাদের অংশীদারিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করেছে। রাশিয়ার নেতা এবং তার কাজাখ সমপক্ষ কাসিম-জোমার্ট টোকায়েভ আস্তানায় তাদের পরিকল্পিত বৈঠকের আগে এক সাক্ষাৎকারে তাদের দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। একটি ‘সমৃদ্ধ অতীত এবং উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে জোটের’ ব্যাপারে টোকায়েভের প্রশংসার পরিপ্রেক্ষিতে পুতিন বলেছেন, ‘আমাদের কৌশলগত অংশীদারি সত্যিই দূরদর্শী।’ যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের তিন দশক পর, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে পড়ায় অন্য বিশ্বশক্তিগুলোর মধ্য এশিয়ায় বিনিয়োগ বাড়িয়েছে।

সর্বশেষ খবর